ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম মারা গেছেন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৪, ২১ জানুয়ারি ২০২৫
কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম মারা গেছেন

ফয়জুল ইসলাম। ছবি সংগৃহীত

‘খোয়াজ খিজিরের সিন্দুক’ ও ‘বখতিয়ার খানের সাইকেল’ খ্যাত কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তিনি ক্যানসারের সার্জারির পর আইসিইউতে ছিলেন।

আরো পড়ুন:

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন লেখকের বোন ফারহানা নীলা।

কথাসাহিত্যিক ফয়জুল ইসলামের জন্ম ১৯৬৩ সালের ২৪ নভেম্বর, ঢাকার সিদ্ধেশ্বরীতে। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়েছেন পাবনা জিলা স্কুল ও পাবনা এডওয়ার্ড কলেজে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়া উচ্চতর পর্যায়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, উইলিয়ামস কলেজ ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ে।

তিনি দীর্ঘদিন বেসরকারি, সরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং রিসার্চ ফেলো ছিলেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এর দীর্ঘদিন পর ২০১৬ সালে প্রকাশিত হয় আলোচিত গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’, যা প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২ মনোনীত হয়।

এছাড়া তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ‘ঘুমতৃষ্ণা’, ‘নীলক্ষেত কেন যাই’, ‘জমিন’ ও ‘আয়না’।  একটিমাত্র উপন্যাস লিখেছেন যার নাম ‘বয়েজ স্কুল ব্যান্ড’। পাশাপাশি তার গল্পসংগ্রহ ১ ও ২ প্রকাশ করেছে চৈতন্য।

জাকির তালুকদার ও সাখাওয়াত টিপুর ফেসবুক পোস্ট


শোক
কথাসাহিত্যিক জাকির তালুকদার ফেসবুকে লিখেছেন, “সুমন আর নেই!এই খবরও শুনতে হলো! সুমন। মানে ফয়জুল ইসলাম। আমাদের সময়ের অন্যতম গুণী গল্পলেখক। আমার প্রাক-তারুণ্যের বন্ধু। চিরকালের প্রাণবন্ত। কেউ ধারণাই করতে পারত না অত উঁচুপদের আমলা ছিল সুমন। এলপিআর-এ গেল। কথা হলো। বারবার বলছিল, এবার প্রাণখুলে লিখব বন্ধু। কখনো ধারণা করা যায়নি প্রাণঘাতি ক্যান্সার বাসা বেঁধেছিল কোলোনে। যখন জানা গেল, কোনো সময় পাওয়া গেল না। আমি খেয়াল করতে পারিনি, অন্য বছরের মতো গতকাল আমার জন্মদিনে তার ফোন আসেনি। সে তখন মৃত্যুর সাথে শেষ লড়াই করছিল।”

কবি সাখাওয়াত টিপু ফেসবুকে লিখেছেন, “ আমাদের বন্ধু কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম অকালে চলে গেল। অবিশ্বাস্য!”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়