ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫
প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া: প্রেস সচিব

শনিবার জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,  চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। আর এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। 

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়ে তিনি বলেন, “ যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট  সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ বিষয়ে তিনি বলেন, “স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।”

অর্থপাচারের বিষয়ে তিনি বলেন, “তার (শেখ হাসিন) লোকজন দেশ থেকে ১৩৪ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার লোকজন সাড়ে ৩ হাজার লোককে গুম করেছে। এই জুলাই-আগস্টে ২ হাজার লোককে খুন করেছে।”

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়