ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকসই ও কার্যকর হলে মানবিক করিডরের উদ্যোগ ভালো: জাপানের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৩ মে ২০২৫   আপডেট: ০২:১৮, ১৪ মে ২০২৫
টেকসই ও কার্যকর হলে মানবিক করিডরের উদ্যোগ ভালো: জাপানের রাষ্ট্রদূত

জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

মানবিক করিডর যদি টেকসই ও কার্যকরি হয় তাহলে এই উদ্যোগকে ভালো বলেছেন জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি। তিনি বলেন, “জাতিসংঘের উদ্যোগের বিষয়ে পর্যবেক্ষণ করছে জাপান। তারা জাতিসংঘের পক্ষে।”

মঙ্গলবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শিনইচি বলেন, “প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে।সফরে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হবে এই সফরে।”

আরো পড়ুন:

রাষ্ট্রদূত আরো বলেন, “বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় মেট্রোরেল লাইন করার বিষয়ে জাপানের আগ্রহ রয়েছে। আগামী ১৫ মে টোকিওতে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা যোগ দেবেন।”

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়