ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনলাইনে প্রতারণা নিয়ে সতর্কতা জাইকার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২২ মে ২০২৫   আপডেট: ২২:৩৮, ২২ মে ২০২৫
অনলাইনে প্রতারণা নিয়ে সতর্কতা জাইকার

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ কার্যালয় সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংস্থাটির নাম ব্যবহার করে সংঘটিত প্রতারণামূলক কার্যকলাপ নিয়ে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেছে জাইকা।

আরো পড়ুন:

সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রতারকরা জাইকার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প, ঋণ সুবিধা ও চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর ভিত্তিতে জাইকা প্রতারণামূলক সব কার্যক্রমের বিরুদ্ধে জোরালো অবস্থান ব্যক্ত করে এসব ভুয়া প্রচারণার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সংস্থাটি সবাইকে এ ধরনের ভুয়া প্রস্তাব ও বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এসব প্রতারণামূলক কার্যক্রমের ভুয়া দাবির মধ্যে রয়েছে- জাইকা প্রদত্ত ব্যক্তিগত ঋণ সুবিধা এবং এ ক্ষেত্রে অগ্রিম অর্থ ও অনেক ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ফিও দাবি করা হচ্ছে। এর পাশাপাশি কিছু ফেসবুক পোস্টে জাইকার নাম ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প ও চাকরির বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

অসাধু এসব কার্যক্রমের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে সংস্থাটি জানিয়েছে, জাইকা ব্যক্তি পর্যায়ে কোনো ঋণ দেয় না। এ ছাড়া চাকরির নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই জাইকা কোনো প্রকার ফি গ্রহণ করে না। জাইকা সম্পর্কিত সব প্রকৃত তথ্য জাইকার আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম থেকে প্রকাশ করা হয়।

একইসঙ্গে জাইকা সবার প্রতি এ ধরনের সন্দেহজনক বার্তা ও প্রকল্প সম্পর্কে তথ্য যাচাই করতে এবং প্রতারণার ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। বাংলাদেশের উন্নয়নে স্বচ্ছতা বজায় রেখে নৈতিক অংশীদারত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে জাইকা এবং সংস্থাটি এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

জাইকা নিয়ে সঠিক তথ্য সম্পর্কে জানতে ওয়েবসাইটফেসবুক পেজে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ঢাকা/হাসান/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়