যাত্রাবাড়ীতে বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজন।
বুধবার (৯ জুলাই) রাত পৌনে ২টার দিকে শহীদ ফারুক সড়ক সংলগ্ন খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার গলির একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মো. রিপন (৪০), তার স্ত্রী ইতি আক্তার (৩৫) এবং তাদের সাড়ে তিন বছরের মেয়ে রাফিয়া।
ঘটনার পর তিন জনকেই দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রী ইতির ৪৫ শতাংশ এবং রাফিয়ার ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। রিপন ও ইতি আক্তারকে হাই ডিফেন্ডসিভ ইউনিটে (এইচডিইউ) এবং শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে কয়েল ধরাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে। এরপর ধোঁয়া দেখে এলাকাবাসী দ্রুত দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা/বুলবুল/ইভা