ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনিয়োগের সন্ধানে চীন যাচ্ছে বিডার প্রতিনিধি দল

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১০ জুলাই ২০২৫   আপডেট: ১২:৪৩, ১০ জুলাই ২০২৫
বিনিয়োগের সন্ধানে চীন যাচ্ছে বিডার প্রতিনিধি দল

চলতি মাসের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার একটি প্রতিনিধিদল। দলে নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফর দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত প্রচেষ্টার অংশ।

চীনের প্রধান চারটি বাণিজ্যিক শহর বেইজিং, সাংহাই, হংকক ও গুয়াংজু সফর করবে প্রতিনিধি দল। সংশ্লিষ্ট শহরগুলোতে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তারা। 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফর উপলক্ষে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস কাজ করছে। দূতাবাস চীনা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছে।

বিদেশি বিনিয়োগ (এফডিআই) গুরুত্বপূর্ণ। তবে, দীর্ঘদিন ধরে এফডিআইয়ে গতি নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে-বিদেশি বিনিয়োগ কমেছে। গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগ ৯১ কোটি ডলারে নেমে এসেছে। যা আগের বছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) ছিল ১২৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগ এসেছিল ১৪১ কোটি ৫৪ লাখ ডলার।

জুনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি দল নিয়ে ঢাকা সফর করেন। ওই সফরে চীনের ১৪৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন প্রতিনিধি ছিলেন। সফরের আগে বিডার প্রত্যাশা ছিল চীনা বিনিয়োগের ঘোষণার। 

চীনা প্রতিনিধিদল ঢাকায় অবস্থানকালে বিডা চেয়ারম্যান প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, আগামী ছয় মাস থেকে দুই বছরের মধ্যে বিনিয়োগ আসবে।

যদিও বিনিয়োগ নিয়ে আসা লম্বা প্রক্রিয়া বলেও মন্তব্য করেছিলেন তিনি।

ঢাকা/হাসান//

সর্বশেষ

পাঠকপ্রিয়