বিমানবন্দরের সামনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশরাফুল আলমের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, আশরাফুলের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানার কালনি গ্রামে। তার বাবা মৃত মোকসেদ আলী। রাতে তিনি মোটরসাইকেলে করে বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশের কনস্টেবল মোহাম্মদ ইসমাইল তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
ঢাকা বুলবুল ইভা