ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি

আজ শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৪ জুলাই ২০২৫  
আজ শহীদ মিনারে কনসার্ট ও ড্রোন শো

ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী 'জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানমালার অংশ হিসেবে 'জুলাই উইমেন্স ডে'-তে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হবে এ আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। 

তিনি জানান, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এরপর প্রদর্শিত হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত শহীদ নারী স্মরণে নির্মিত একটি টিভিসি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত তিনটি চলচ্চিত্র— ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’ প্রদর্শনের মধ্য দিয়ে নারীর সাহস ও সংগ্রামের চিত্র তুলে ধরা হবে। এছাড়া, জুলাই শহীদ পরিবারের নারী সদস্য ও নারী যোদ্ধাদের স্মৃতিচারণা পর্ব থাকবে।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী সায়ান, পারসা মাহজাবিন ও এলিটা করিম। পাশাপাশি অংশ নেবে ব্যান্ডদল— ইলা লা লা, এফ মাইনর ও সমগীত।

রাত ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘প্রিলিউড’ ভিত্তিক এক ব্যতিক্রমী ‘ড্রোন শো’ প্রদর্শন করা হবে। 

এ অনুষ্ঠানে স্কুল, কলেজ ও পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেছে আয়োজকরা। 
 

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়