ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পানিবন্দি ৭ হাজার পরিবার

বি‌শেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৪ জুলাই ২০২৫  
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পানিবন্দি ৭ হাজার পরিবার

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে সৃষ্ট বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হ‌চ্ছে। এ জেলার সব নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রশাসনকে সহায়তা করছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর পর্যন্ত ফেনীর সা‌র্বিক বন‌্যা পরিস্থিতি নি‌য়ে সর্বশেষ প্রতিবেদনে এসব তথ‌্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী জেলায় মুহুরী, কুহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরশুরাম উপজেলার ৪৪টি, ফুলগাজী উপজেলার ৬৭টি, ছাগলনাইয়া উপজেলার ১৫টি, ফেনী সদর উপজেলার ৯টি এবং দাগনভূঞা উপজেলার ২টি গ্রাম প্লাবিত হয়ে‌ছে। বর্তমা‌নে ১৩০টি গ্রাম থেকে পানি নেমে গেছে। বর্তমানে পানিবন্দি পরিবারের সংখ্যা ৬ হাজার ৯৫০টি।

বন‌্যা মোকা‌বিলায় ৮ জুলাই এবং ১১ জুলাই ফেনী জেলা প্রশাস‌নের স‌ঙ্গে দুর্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের উপস্থিতিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। সভায় ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলায় বন্যার্তদের জন্য নগদ ২৩ লাখ ৫০ হাজার টাকা এবং ১৬০ মেট্রিক টন চাল উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ২ হাজার ২০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার দেওয়া হয়েছে।

বন‌্যা প‌রি‌স্থি‌তি‌তে ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায় মোট ২৩০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। এসব কেন্দ্রে রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

বন‌্যার্তদের সাহা‌য্য করতে ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম উপজেলায় এবং অন্যান্য স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের লাইফ জ্যাকেট, গামবুট ও রেইনকোট দেওয়া হয়েছে এবং ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ১০টি ফাইবার বোট সরবরাহ করা হয়েছে।

পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলায় ২৩০ জন স্বেচ্ছাসেবক উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়