ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাহাজ নির্মাণ ও বন্দর অবকাঠামোতে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৩৪, ১৫ জুলাই ২০২৫
জাহাজ নির্মাণ ও বন্দর অবকাঠামোতে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ খাত ও বন্দর অবকাঠামোতে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এই খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ দেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

মঙ্গলবার সিঙ্গাপুরে দেশটির ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী জেফ্রি সিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের জাহাজ শিল্প খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং সকল প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে উন্মুক্তভাবে পরিচালিত হচ্ছে। দেশের সম্ভাবনাময় এই খাতে সিঙ্গাপুর বিনিয়োগ করতে পারে।”

উপদেষ্টা বৈঠকে সিঙ্গাপুর সরকারকে বাংলাদেশের জাহাজ শিল্প, বন্দর ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বে-টার্মিনাল প্রকল্পে অংশগ্রহণের সম্ভাবনা তুলে ধরেন তিনি।

তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংক চট্টগ্রাম বন্দরের মেগা সম্প্রসারণ প্রকল্পে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। বে-টার্মিনাল নির্মিত হলে বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আমদানি-রপ্তানি ব্যয় কমবে।

এই প্রসঙ্গে উপদেষ্টা জানান, পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে কনটেইনার টার্মিনাল নির্মাণে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে এবং আগামী অক্টোবর মাসের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে।

ড. সাখাওয়াত হোসেন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর বা দেশের অন্য যে কোনো উপযুক্ত স্থানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি শিপইয়ার্ড বা ডকইয়ার্ড নির্মাণে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন। 

বাংলাদেশের বিভিন্ন মেরিন একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও মেধাবী মেরিনারদের কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা সিঙ্গাপুর সরকারকে অনুরোধ করেন যেন বাংলাদেশি মেরিনারদের সিঙ্গাপুরে কাজের সুযোগ দেওয়া হয় এবং তাদের জন্য ট্রানজিট ও ওয়ার্কিং ভিসা সহজ করা হয়।

সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী এই দাবির প্রতি ইতিবাচক সাড়া দেন এবং জানান, বাংলাদেশি নাবিকদের জন্য দ্রুত ভিসা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

নৌপরিবহন উপদেষ্টা জানান, বাংলাদেশ ২০২৬–২৭ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’র সদস্য হওয়ার জন্য প্রার্থী হয়েছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশের পক্ষে সিঙ্গাপুরসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সমর্থন কামনা করেন তিনি।

বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়