নদী স্মৃতিনির্ভর সংকলন গ্রন্থ ‘আমার নদী’ প্রকাশিত
নদী স্মৃতিনির্ভর সংকলন গ্রন্থ ‘আমার নদী' প্রকাশিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন ফয়সাল আহমেদ।
সংকলনে যেসব লেখকের লেখা স্থান পেয়েছে তাদের মধ্যে রয়েছেন অরূপ তালুকদার, অসীম বিভাকর, আহমদ বশীর, আব্দুল করিম কিম, আমীন আল রশীদ, আইরিন সুলতানা, ইমরান মাহফুজ, এস এম শফিকুল ইসলাম কানু, কাজল রশীদ শাহীন, কাজী আলিম-উজ-জামান, চৌধুরী সাইফুল আলম, জাকারিয়া মন্ডল, টুটুল আহমেদ, মিজানুর রহমান আফরোজ, মাহমুদ হাফিজ, মামুন কবীর, মুনির হোসেন, মুহাম্মদ ফরিদ হাসান, রাকিবুল রকি, লুৎফর রহমান হিমেল, শমশের আলী, সঞ্জয় সরকার, শামস সাইদ, সাঈদ চৌধুরী, সিরাজুল ইসলাম মুনির, সিদ্দিকুর রহমান খান, সৌমিত্র দস্তিদার এবং সুমন মজুমদার।
গ্রন্থটির সম্পাদক ফয়সাল আহমেদ বলেন,“নদী মানেই শুধু ভৌগোলিক বাস্তবতা নয়, এটি আমাদের ব্যক্তিগত স্মৃতি, সংস্কৃতি ও জীবনের অংশ। ‘আমার নদী’ বইটি সেই আবেগ আর অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। আশা করি পাঠকের আগ্রহ ও ভালোবাসায় এটি গ্রহণযোগ্যতা পাবে, যেমন পেয়েছিল ‘প্রিয় নদীর গল্প’।”
তিনি বলেন, “এটি মূলত পূর্ববর্তী সংকলন ‘প্রিয় নদীর গল্প’-এর ধারাবাহিকতা।”
বইটির প্রচ্ছদ করেছেন আল আখির সরকার। দাম ৬০০ টাকা।
ঢাকা/এসবি