গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
মেডিকেল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে গুলিস্তান বঙ্গভবনের মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া কিশোরের নাম প্রান্ত পাল (১৬)। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। প্রান্তের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার গোনাকরকাঠি গ্রাম। বর্তমানে সে পরিবারের সঙ্গে গোপিবাগ এলাকায় বসবাস করত।
জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বঙ্গভবনের মোড় দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া কিশোরের বাবা উজ্জল পাল বলেন, “আমি খবর পেয়ে প্রান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাই। চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে জানান।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/মাসুদ