ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪১  অতিরিক্ত কর কমিশনারকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৩৪, ১৯ আগস্ট ২০২৫
৪১  অতিরিক্ত কর কমিশনারকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের বড় ধরনের রদবদল করা হয়েছে। দুই দিনের পৃথক আদেশে ১৭২ জন কর্মকর্তাকে বদলি করেছে কর প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) দেওয়া এক আদেশে ৪১ অতিরিক্ত কর কমিশনার কে বদলি করা হয়েছে। আগের দিনের এক আদেশে বদলি করা হয় ১৩১ জন সহকারী কর কমিশনারকে। 

জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে কর প্রশাসন।  

আরো পড়ুন:

মঙ্গলবারের কর প্রশাসনের আদেশে যাদের, বদলি করা হয়েছে; তারা হলেন- বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদকে কর অঞ্চল-২০ এর পরিদর্শী রেঞ্জ-১, শেখ শামীম বুলবুলকে নরসিংদী কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট থেকে ছায়িদুজ্জামান ভুঞাকে নারায়ণগঞ্জ কর অঞ্চল, কর অঞ্চল ২ থেকে বেগম হাসিনা আক্তার খানকে গাজীপুর কর অঞ্চল, মর্তুজা শরিফুল ইসলামকে ঢাকার কর অঞ্চল–৬, মোহা. আব্দুস সালামকে ঢাকার কর অঞ্চল–১, মো. নাসেরুজ্জামানকে ঢাকার অঞ্চল–২, মো. মিজানুর রহমানকে চট্টগ্রামের কর অঞ্চল–১, মো. নাঈমুর রসুলকে চট্টগ্রামের কর অঞ্চল–২, ফখরুল ইসলামকে খুলনা কর অঞ্চল, আশরাফুল ইসলামকে ঢাকার কর অঞ্চল–৩, মোহাম্মদ শাহ্‌ আলমকে ঢাকার কর অঞ্চল–৪, মির্জা মোহাম্মদ মামুন সাদাতকে ঢাকার কর অঞ্চল–১১, মোহাম্মদ আব্দুল্লাহকে খুলনা কর আপিল অঞ্চল, মিজানুর রহমানকে ঢাকার কর অঞ্চল–১৫, মো. মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, ইভানা আফরোজ সাঈদকে ঢাকার কর অঞ্চল–৮, তাহমিনা আক্তারকে ঢাকার কর আপিল অঞ্চল–৩, শামীমা পারভীনকে এনবিআরের সিআইসি, সাহেদ আহমেদ চৌধুরীকে বৃহৎ করদাতা ইউনিটে, ফারজানা সুলতানাকে ঢাকার কর অঞ্চল–১৪, শামীমা আখতারকে ঢাকার কর অঞ্চল–১০, মৌসুমী বর্মনকে কর পরিদর্শন অধিদপ্তরে, মো. আবদুর রাজ্জাককে ঢাকার কর অঞ্চল–১৬, মো. জসীমুদ্দিন আহমেদকে ঢাকার কর অঞ্চল–১২, তারিক ইকবালকে ঢাকার কর অঞ্চল–৭, মো. ফারুকুল ইসলামকে ঢাকার কর অঞ্চল–২, মাসুম বিল্লাহকে ঢাকার কর অঞ্চল–২১, সারোয়ার মোর্শেদকে ঢাকার কর অঞ্চল–২৩, মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকার কর অঞ্চল–১৮, মেহেদী হাসানকে ঢাকার কর আপিল অঞ্চল–১, হাছিনা আক্তারকে চট্টগ্রামের কর আপিল অঞ্চল, শান্ত কুমার সিংহকে ঢাকার কর অঞ্চল–১৭, রিগ্যান চন্দ্র দে–কে বিসিএস (কর) একাডেমি, ফারজানা নাজনীনকে কুমিল্লা কর অঞ্চল, সুমন দাসকে এনবিআরে প্রথম সচিব, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তর, তাপস কুমার চন্দকে বৃহৎ করদাতা ইউনিট, মো. মোশাররফ হোসেনকে দিনাজপুর কর অঞ্চল, মো. আব্দুল মালেককে ঢাকার কর অঞ্চল–৫ ও আরিফুল হককে রাজশাহী কর অঞ্চলে বদলি করা হয়।

সোমবার (১৮ আগস্ট) এক আদেশে ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাকে বদলীকৃত কর্মস্থলে অবিলম্বে যোগদান করতে কর প্রশাসন থেকে বলা হয়েছে।

ঢাকা/নাজমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়