ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জনপ্রশাসনে নতুন সচিব 

নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনে দায়বদ্ধ আমরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১২ অক্টোবর ২০২৫  
নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনে দায়বদ্ধ আমরা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব গ্রহণের পর রবিবার (১২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেন মো. এহছানুল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করবেন। এ নিশ্চয়তা দিতে আমি দায়বদ্ধ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব গ্রহণের পর রবিবার (১২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

এহছানুল হক বলেন, নির্বাচনকালে আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করব। আমার বিশ্বাস, মাঠ প্রশাসনে থাকা সব কর্মকর্তা সুবিধাবঞ্চিতভাবে দায়িত্ব পালন করবেন। আমি নিশ্চিত করব, সে পরিবেশ তৈরি থাকুক।

তিনি আরো বলেন, আমাদের ওপর এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্বাচন সুষ্ঠু হবে, এই নির্দেশ প্রধান উপদেষ্টার। সেই মান প্রতিষ্ঠায় আমার অংশগ্রহণ হবে।

ভোটের আগে ডিসি বা ইউএনও পদে রদবদল হতে পারে কি না? এ প্রশ্নের জবাবে এহছানুল হক বলেন, এটি এখনো চূড়ান্ত নয়। নীতিনির্ধারণী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুসারে সিদ্ধান্ত হবে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়