ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৭ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫০, ১৭ নভেম্বর ২০২৫
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য: সিইসি

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় ছয়টি রাজনৈতিক দলের নেতারা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। সহযোগিতা না মিললে ভোট আয়োজন প্রশ্নের মুখে পড়তে পারে।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

সিইসি বলেন, একটা সুন্দর নির্বাচন আয়োজনের জন্য আমাদের নিয়ত পরিষ্কার, কমিটমেন্ট পরিষ্কার। যত ঝঞ্ঝা, ঝড়, সাইক্লোন আসুক না কেন, আমরা তা মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি। তবে, আপনাদের (দলগুলোর) সহযোগিতা খুব দরকার। সহযোগিতা ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে বা সমস্যা তৈরি করে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যায়। এটা নিশ্চিত।

পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান নির্বাচন কমিশনের ওপর নতুন ও জটিল দায়িত্ব এসে পড়েছে, জানিয়ে নাসির উদ্দিন বলেন, অনেক নতুন কিন্তু বড় এবং কমপ্লেক্স টাস্ক আমাদের ঘাড়ে পড়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা হাল ছাড়িনি। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জাহাজের নাবিকের মতো স্টিয়ারিং ধরে এগিয়ে যাচ্ছি।

তিনি জানান, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা–কর্মচারী ও কারাবন্দিদের জন্য পোস্টাল ভোটের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সিইসি বলেন, দেশটা আমাদের সবার। একটি সুন্দর নির্বাচন হলে সেই নির্বাচিত প্রতিনিধিদের কাছে দেশ হস্তান্তর করা গেলে আমাদের ভবিষ্যৎও সুন্দর হবে। তাই, সবার পূর্ণ সহযোগিতা চাই।

আজকের সংলাপে অংশ নেওয়া দলগুলো
সকালের পর্বে সংলাপে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

এদিন সকাল ও বিকেলের পর্বে মোট ১২টি দলকে আমন্ত্রণ জানানো হলেও আগের দিন জাকের পার্টিকে তালিকায় যুক্ত করা হয়। জামায়াতে ইসলামীকে নিয়ে সংলাপের সময়সূচি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ইসি।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়