ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা ও আশপাশে ২ দিনে ৩ ভূমিকম্প

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২২ নভেম্বর ২০২৫  
ঢাকা ও আশপাশে ২ দিনে ৩ ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুই দিনে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবারের (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার (২২ নভেম্বর) সকালে ও সন্ধ্যায় আবারো ভূমিকম্প অনুভূত হয়। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

আরো পড়ুন:

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

শক্তিশালী ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। ঢাকার বহু জায়গায় মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে এনডিটিভি জানিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

শনিবার বিকেল ৬টার পর রাজধানীসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকায় সন্ধ্যায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়