আবারও ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
দেশে মধ্যরাতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমারের মিনজিন এলাকায়। উৎপত্তিস্থল ঢাকা থেকে দক্ষিণ–পূর্ব দিকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে অবস্থিত। কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে। বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে কম্পন অনুভূত হয়েছে।
ইউএসজিএস আরো জানায়, ভূমিকম্পটি তুলনামূলকভাবে ‘হালকা’ মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তারা পায়নি। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণে কোনো সম্ভাব্য আফটারশক বা আঞ্চলিক ঝুঁকি সম্পর্কে আলাদা সতর্কতা জারি করা হয়নি।
এর আগে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা/রেজাউল/ইভা