ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তফ‌সিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩০, ৪ ডিসেম্বর ২০২৫
তফ‌সিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে ইসির চিঠি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত কর্মশালায় এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরো পড়ুন:

আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। 

তিনি বলেছেন, আরপিওর একটা এমেন্ডমেন্ট ছিল যে, প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালট কাউন্টিং পদ্ধতিটা কী হবে, কোন কোন ব্যালটগুলো বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে, সেটার ওপরে একটা এমেন্ডমেন্ট ছিল, উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।

ইসি সচিব বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে তাদের নীতিগত সম্মতি হয়েছে, নিবন্ধন দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুটি দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়।

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়