ক্ষতিগ্রস্ত আলু চাষিদের প্রণোদন দেওয়ার কথা ভাবছে সরকার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গত মৌসুমে আলু চাষ করে ক্ষতির মুখে পড়া কৃষকদের ভর্তুকি বা প্রণোদনা দেওয়ার প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, আলুর বাজারে কৃষক বড় ধাক্কা খেয়েছেন, তাই ক্ষতিপূরণে সহায়তা দেওয়ার উপায় খুঁজছে সরকার। তিনি বলেন, ‘‘আলুতে কৃষকরা যথেষ্ট সাফার করেছেন। তাদের ভর্তুকি দেওয়ার বিষয়ে আমরা ভাবছি।’’
নতুন আলু বাজারে আসতে কিছুটা দেরি হবে উল্লেখ করে তিনি জানান, এবার প্রায় ১৫ দিন বিলম্ব হতে পারে। এর মধ্যে পুরোনো আলুর মজুদ শেষ হয়ে গেলে বাজার স্থিতিশীল হবে বলে আশা করেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘‘কোল্ড স্টোরেজগুলোকে আমরা জানিয়েছি, ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করতে হবে। যাতে কৃষক সব আলু বিক্রি করতে পারেন।’’
কীভাবে ভর্তুকি দেওয়া হবে? জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘‘ভর্তুকি প্রদানের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। কৃষকদের কোন মাধ্যমে বা কীভাবে ভর্তুকি দেওয়া যায় আলোচনা চলছে।’’
সংবাদ সম্মেলনে আলুর বীজের বাজার মূল্য নিয়েও কথা বলেন কৃষি উপদেষ্টা। তিনি জানান, এ বছর বীজের দাম গত বছরের তুলনায় অনেক কম। গত মৌসুমে যেখানে এক কার্টনের দাম ছিল ৪০–৪২ হাজার টাকা, এবার তা নেমে এসেছে প্রায় ১২ হাজার টাকায়।
তিনি বলেন, ‘‘আমি মূল্য তালিকা টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। কোথাও দাম নিয়ে কারসাজি হলে ছাড় দেওয়া হবে না।’’
ঢাকা/এএএম//