ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকার ‘হ্যাঁ ভোট’র পক্ষে প্রচার চালাবে: প্রেস সচিব

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:০২, ১১ জানুয়ারি ২০২৬
সরকার ‘হ্যাঁ ভোট’র পক্ষে প্রচার চালাবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার যখন ‘হ্যাঁ/না ভোট’র (গণভোট) আয়োজন করছে, তখন সরকারই ‘হ্যাঁ ভোট’র পক্ষে প্রচারণা চালাবে।

র‌বিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবা‌বে এ তথ্য জানান তি‌নি।

আরো পড়ুন:

অনেকেই প্রশ্ন তুলছেন, সরকার যেখানে গণভোটের আয়োজক, সেখানে তারা একটি পক্ষ নিয়ে প্রচার চালাতে পারে কি না? 

এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন, আমরা স্পষ্টভাবে বলছি, সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য বলবে, জনগণকে বলবে।”

তি‌নি বলেন, “তাদের পেজগুলোতে (সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ) ইতোমধ্যে বলছেন (হ্যাঁ ভোটের পক্ষে)। সরকারের উপদেষ্টারাও বলছেন। এটা বলার মূল কারণ হচ্ছে, এই সরকার হচ্ছে সংস্কারের সরকার। এই সরকার ঐকমত্য কমিশনের মাধ্যমে এই সংস্কারকে একটি প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা করেছে। এটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “আমরা জনগণকে বলছি, আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি স্বৈরাচারকে আর ফেরত না চান, অবশ্যই তাহলে আপনারা হ্যাঁ ভোট দেবেন। এখন জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু, আমাদের যা দায়িত্ব, সেটা আমরা করছি। সেটা এই সরকার করছে।”

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়