ঢাকা     বুধবার   ২১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পল্টনে দুই বাসের চাপায় যুবক নিহত

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২১ জানুয়ারি ২০২৬  
পল্টনে দুই বাসের চাপায় যুবক নিহত

ঢাকার পল্টনে দুই বাসের চাপায় ইলিয়াস হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ভিক্টর পরিবহনের বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পল্টনের জিরো পয়েন্টের খদ্দর মার্কেটের সামনে আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের দুই বাসের মাঝে পড়ে ইলিয়াস হোসেন। গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নিহতের বোন রোখসানা বেগম জানান, তার ভাই ভিক্টর পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার খবর তিনি অন্যান্য স্টাফদের মাধ্যমে জানতে পারেন। 

এ ঘটনায় ঘাতক আজমেরী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে পল্টন থানা পুলিশ আটক করেছে।

নিহত ইলিয়াসের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ সরদার।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়