ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবের হোসেন চৌধুরীর বাবা আর নেই

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৪ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবের হোসেন চৌধুরীর বাবা আর নেই

হেদায়েত হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হেদায়েত হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রয়াত হেদায়েত হোসেন চৌধুরী আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) চেয়ারপারসন সাবের হোসেন চৌধুরীর বাবা।

রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেদায়েত হোসেন চৌধুরী । তার অন্য দুই ছেলে হলেন সাঈদ হোসেন চৌধুরী ও সাদেক হোসেন চৌধুরী।

হেদায়েত চৌধুরীর বড় ছেলে সাঈদ হোসেন চৌধুরী এইচআরসি শিল্পপরিবার ও ওয়ান ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি। মেজো ছেলে সাদেক হোসেন চৌধুরী মাল্টি ড্রাইভ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

বিশিষ্ট শিল্পপতি হেদায়েত চৌধুরীর জন্ম ১৯৩১ সালের ১ জানুয়ারি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পূর্ব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

হেদায়েত চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৪/এনআর/সাইফুল/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়