সেনাবাহিনীর অবদান বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত : রাষ্ট্রপতি
একে আজাদ || রাইজিংবিডি.কম
শীতকালীন মহড়া প্রত্যক্ষ ও পরিদর্শন শেষে দরবারে ভাষণ দেন রাষ্ট্রপতি
বগুড়া প্রতিনিধি : রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আব্দুল হামিদ বলেছেন, নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সর্বদা সহযোগিতা করে আসছে। জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর অবদান সর্বজন স্বীকৃত এবং বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত।
সোমবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদীঘি গ্রামে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শীতকালীন মহড়া প্রত্যক্ষ ও পরিদর্শন শেষে দরবারে প্রদত্ত ভাষণে তিনি এ সব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ক্রমবর্ধমান উন্নয়নের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর কাছে একটি আধুনিক ও সময়োপযোগী সুশৃঙ্খল বাহিনীতে পরিণত হয়েছে। সেনাবাহিনীকে আধুনিক, সুদক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আন্তরিক প্রচেষ্টা পূর্বের মতোই অব্যাহত থাকবে।
এ সময় তিনি ১১ পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত কর্মকাণ্ড ও প্রশিক্ষণের পাশাপাশি দেশ ও জাতির প্রতিটি প্রয়োজনে সর্বদা গৌরবোজ্জল ভূমিকা পালন করে আসছে।
এ সময় সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী, স্থানীয় সংসদ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সদস্যদের অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের জন্য শীতকালীন এই মহড়ার আয়োজন করা হয়।
রাইজিংবিডি/বগুড়া/৫ জানুয়ারি ২০১৫/একে আজাদ/রিশিত
রাইজিংবিডি.কম