ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বপ্ন এখন সাভার সেনা কমপ্লেক্সে

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৪, ২৮ জুলাই ২০২২  
স্বপ্ন এখন সাভার সেনা কমপ্লেক্সে

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন সাভার সেনা কমপ্লেক্সে। স্বপ্ন’র ২২৭তম আউটলেট এটি। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ৪টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, রিজিওনাল সেলস ম্যানেজার সাজিদ আহমেদ, আউটলেট ম্যানেজার হাসান আহমেদ প্রমুখ।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। সাভার সেনা কমপ্লেক্সে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। সেনা শপিং কমপ্লেক্সে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।’

স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

নতুন আউটলেটের ঠিকানা: সেনা শপিং কমপ্লেক্স, নবিনগর, সাভার, ঢাকা। সাভারের নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৩১৩-০৫৪৮৯২।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়