ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসিয়ানের সদস্য হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৩ নভেম্বর ২০২৪  
আসিয়ানের সদস্য হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ যেন আসিয়ানে সদস্য পদ পায়— এ জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিকে বাংলাদেশিদের ব্যবসায়ের জন্য আরও সুযোগ তৈরি করারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো ঢাকার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হার্তান্তো সুবোলো প্রধান উপদেষ্টার তেজগাঁওস্থ কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, ‘আশা করি ইন্দোনেশিয়া আমাদের আসিয়ান সদস্যপদ পেতে সহায়তা করবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ড. ইউনূস জানান, তিনি এই বিষয়ে সম্প্রতি বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন, যেহেতু মালয়েশিয়া জানুয়ারিতে আসিয়ানের চেয়ারম্যানশিপ গ্রহণ করতে যাচ্ছে।

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইন্দোনেশিয়ার সমর্থনের কথা জানান এবং বলেন, ‘ইন্দোনেশিয়া বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ প্রাপ্তির জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।’

‘ইন্দোনেশিয়া সবসময় বাংলাদেশের পাশে রয়েছে এবং সহায়তা করতে প্রস্তুত। আশা করি, এটি উভয় দেশের জন্যই ফলপ্রসূ হবে,’ তিনি বলেন।

প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়ায় ক্ষুদ্রঋণ প্রচারের জন্য তার একাধিক সফরের কথা স্মরণ করেন এবং বলেন, তিনি সেখানে বাংলাদেশি ব্যবসার উপস্থিতি খুব কমই দেখতে পেয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা সবসময়ই দুঃখজনক যে ইন্দোনেশিয়ায় খুব বেশি বাংলাদেশি নেই। তারা প্রায় সর্বত্র আছে, কিন্তু ইন্দোনেশিয়ায় নয়।’

তিনি আরও বলেন, ‘ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু এখানকার মানুষ বাংলাদেশ সম্পর্কে খুব বেশি সচেতন নয়। আমরা কীভাবে যেন খুব বেশি যোগাযোগ করতে পারছি না।’

তিনি বলেন, ‘আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে, যা আমাদের আরও কাছাকাছি নিয়ে আসবে।’
 
প্রধান উপদেষ্টা ইন্দোনেশিয়াকে বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ বাড়ানোর, আরও বাংলাদেশি ডাক্তার নিয়োগের এবং বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল সামগ্রী আমদানির অনুরোধ জানান।

রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি জুলাই ২০২৪-এ মাতারবাড়ি ও অন্যান্য অঞ্চলে সোলার পিভি বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত ইন্দোনেশিয়ার পেরতামিনা পাওয়ার ও বাংলাদেশের কয়লা উৎপাদন কোম্পানি লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা নবনির্বাচিত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়