ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

শুভ্রতাকে আলিঙ্গন করেছে কাশফুল

রফিক সরকার, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৪
শুভ্রতাকে আলিঙ্গন করেছে কাশফুল

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রাম। উপজেলা পরিষদের সামনে দিয়ে শীতলক্ষ্যা পাড়ে চলে গেছে কালীগঞ্জ কেন্দ্রীয় শ্মশান ঘাটের রাস্তা। সেখানে পৌঁছা মাত্রই বাতাসে উড়ে আসা কাশফুলের পাপড়ি আপনাকে স্বাগত জানাবে। আর ফুলের সাদা আবহে আপনাকে আকর্ষণ করবে। কাশফুল নিয়ে রফিক সরকারের ক্যামেরায় কিছু আলোকচিত্র।

শরতে সাদা কাশফুলের দোলা যে কারো মন ছুঁয়ে যাবে

কাশফুলের শুভ্রতায় মুগ্ধতা খুঁজছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অনেকেই

বিস্তৃত এলাকাজুড়ে থরে থরে ফুটেছে কাশফুল

শুভ্রতা আর স্নিগ্ধতায় মোড়া কাশফুলের সৌন্দর্য জানান দিচ্ছে এখন ভরা শরৎকাল

বিকেলের নীল আকাশে সাদা মেঘ আর কাশফুল যেন এখানে মিলে মিশে একাকার

যান্ত্রিকতার ভিড়ে একটু প্রকৃতির ছোঁয়া ও সবুজঘেরা পরিবেশের পাশাপাশি প্রতিদিন এখানে আসছেন শত শত মানুষ

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়