ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৭ মে ২০২২   আপডেট: ১৩:৫৫, ১৭ মে ২০২২
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবি 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়

পদ্মা সেতুর নামকরণ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে করার দাবি করেছেন নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৭ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ দাবি তোলা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সূচনা বক্তব্যে পদ্মা সেতুর নামকরণের জন্য নেতা-কর্মীদের কাছে জানতে চাইলে সমস্বরে সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু করার দাবি তোলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা দেশে এসেছেন বলে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পাপমোচন সম্ভব হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে অসাধ্য সাধন করেছে।’

এ সময় পদ্মা সেতুর শুরুর কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যংক আমাদের চোর অপবাদ দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন করা থেকে সরে গিয়েছিলো। বঙ্গবন্ধু পরিবারের সবাইকে শেখ রেহানা জয়, ববি, সবার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়েছিলো। সেদিন শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু করার সাহস হতো না।’

নেতা-কর্মীদদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের কাছে জানতে চাই, পদ্মা সেতুর নাম সারা জাতি শেখ হাসিনার নামে নামকরণ করতে চায়। আপনারা কি চান?’ 

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা সমস্বর হ্যাঁ বললে কাদের বলেন, ‘আমিও প্রস্তাব দিয়েছি। বলেছি সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে, পদ্মা সেতু যেহেতু শেখ হাসিনার সাহসের ফসল, সে কারণে সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু রাখা হোক। সে দাবি আজও আমরা করছি। আমরা সেতু বিভাগ থেকে সামারি পাঠাচ্ছি।’ 

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌লেন, ‘‘শেখ হাসিনার নাম ছাড়া পদ্মা সেতু, তাকে অসম্মান করা হয়। কিন্তু তিনি চান না। শেখ রেহানা চান না। তারা বলেন, ‘পদ্মাসেতু পদ্মাসেতুর নামেই হোক। আপনারা কি মানেন? ’’

এ সময় নেতা-কর্মীরা হাত নাড়িয়ে বলেন না। নেতা-কর্মীদের কাদের বলেন, ‘এটা নেত্রীকে জানিয়ে দেব।’

উদ্বোধনের তারিখের কথা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দিনক্ষণ ঠিক করার জন্য। তবে একথা ঠিক জুন মাসেই উদ্বোধন হবে।’

‘সামারি যাচ্ছে নেত্রীর কাছে, তিনি তারিখ দেবেন যখন, তখনই উদ্বোধন হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা আছেন, তাকেও আমরা বলেছি উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে   আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,  জাহাঙ্গীর কবির নানক, শাহজান খান, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

পার‌ভেজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়