ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের কারণে বিএনপির পদযাত্রা স্থগিত

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ০৮:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের কারণে বিএনপির পদযাত্রা স্থগিত

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১১ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার কারণে ঢাকায় বৃহস্পতিবারের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান প্রিন্স।

এদিকে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মারা যান ১১ হাজার ৭১৯ জন। ভূমিকম্পে তুরস্কে ৮ হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় ২ হাজার ৬৬২ জন মারা যান। 

মেসবাহ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়