ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আ.লীগকে আক্রমণকারী সাজাতে নাটক মঞ্চায়ন করছে বিএনপি: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৭ মে ২০২৩   আপডেট: ২২:২৩, ২৭ মে ২০২৩
আ.লীগকে আক্রমণকারী সাজাতে নাটক মঞ্চায়ন করছে বিএনপি: কাদের

রাজধানীর মধ্য বাড্ডায় সমাবেশে ওবায়দুল কাদেরসহ অন্যরা

মার্কিন ভিসানীতি প্রকাশের পর বিএনপি নতুন কৌশল হিসেবে আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে নাটক মঞ্চায়ন করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার (২৭ মে) রাজধানীর মধ্য বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

কেরানীগঞ্জের ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে নাটক বানানো হচ্ছে। আমেরিকা যে ভিসানীতি প্রকাশ করেছে, সেই নীতিতে নির্বচানে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে। 

‘আমেরিকার ভিসানীতি প্রকাশ হওয়ায় বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে। ফখরুল হাসপাতালে যায়, আবার আসে। গলা বসে গেছে, বুক শুকিয়ে গেছে। আমরা প্রস্তুত, খেলা হবে। দুর্নীতি, অর্থপাচার, ভোট চুরি, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের বিরুদ্ধে, মানুষ পুড়িয়ে হত্যার বিরুদ্ধে খেলা হবে। মানুষ আর ধানের শীষ চায় না। মানুষ বলে ধানের শীষ, পেটে বিষ। কেউ কেউ বলে সাপের বিষ। ধানের শীষ বাংলার মানুষ আর চায় না। সবার মার্কা নৌকা।’

তিনি বলেন, ‘কেরানীগঞ্জে ধরা খেয়েছে বিএনপির নাটক। আমেরিকা বলছে যে, সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে, তাদের ভিসা বন্ধ করে দেবে। আমাদের এখানে কিছু নেই। আমরা সুষ্ঠু নির্বাচন গাজীপুরে দেখিয়ে দিয়েছি।’ 

‘কেউ নিষেধাজ্ঞা দিলো কি না দিলো, এ নিয়ে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার আগেই করেছি। গাজীপুরে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।’

আগামী চারটি সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মার্কিন ভিসানীতিতে আমাদের একটা লাভ হলো। এতদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে নিষেধাজ্ঞার ব্যাপারে। নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধেই এসেছে। 

‘নির্বাচনে গোলমাল করলে, গাড়ি ভাঙচুর করলে, মানুষ পোড়ালে, বাস পোড়ালে, আজকে যারাই জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করবে, আগুনসন্ত্রাস করবে, তারাই ভয় পাচ্ছে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। কাজেই দেশি-বিদেশি কাউকে ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচনের দিকে যাচ্ছি।’

বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভয় পাচ্ছেন কেন ফখরুল সাহেব? পায়ের তলায় যখন এত মাটি, আসেন না লড়ি। নির্বাচনকে এতে ভয় পান কেন? তারা নির্বাচনকে না, শেখ হাসিনাকে ভয় পায়। তারা ভয় পায় বঙ্গবন্ধুকন্যাকে। আজকে বাংলাদেশের আর কোনো শত্রু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রধান শত্রু। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম হচ্ছে শেখ হাসিনা।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম এবং সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। 

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়