ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ড. খন্দকার মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৩  
চিকিৎসা শেষে দেশে ফিরলেন ড. খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী বিলকিস আখতার, দুই ছেলে খন্দকার মাহবুবুর হোসেন ও খন্দকার মারুফ হোসেনও।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় টার্মিনালে তাকে স্বাগত জানান পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা।

ড. খন্দকার মোশাররফ হোসেনে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

দিদার জানান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গত ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেড অধ্যাপক ইউ শেন শাই’র তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ রাতে তিনি দেশে ফিরেছেন।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়