ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাজোটে নির্বাচন করতে চান বি চৌধুরী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৮ নভেম্বর ২০২৩   আপডেট: ২০:৪৬, ১৮ নভেম্বর ২০২৩
মহাজোটে নির্বাচন করতে চান বি চৌধুরী 

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটভুক্ত হয়ে নির্বাচন করতে চান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।  

শনিবার (১৮ নভেম্বর) মহাজোটের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন তিনি।বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে চিঠি পৌঁছে দিয়েছেন।

আব্দুল মান্নান জানিয়েছেন, বিকল্পধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে অংশ নেবে। আমাদের নির্বাচনি প্রতীক হবে আমাদের দলীয় প্রতীক কুলা। পরবর্তী সময়ে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জোটগত প্রতীকে নির্বাচন করতে আগ্রহী। বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখের (১৭ ডিসেম্বর) মধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিইসিকে অনুরোধ করা হয়েছে।

নঈমুদ্দীন/রফিক

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়