ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

আ. লীগের মনোনয়ন পাচ্ছেন না মাহি?

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:১৫, ২৩ নভেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চিত্রনায়িকা মাহিয়া মাহি নাও পেতে পারেন। দলটির মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভা শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘এবার রাজনীতির বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হবে না।’

কাদেরের এই বক্তব্য থেকেই মাহির দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে ধারণা করা হচ্ছে।   

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃতে মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওবায়দুল কাদের বলেন, ‘৩০০ আসনের মধ্যে ৭২টি আসনে আ.লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত। এর মধ্যে রংপুরের ৩৩টি ও রাজশাহীর ৩৯টি আসন আছে। এসব প্রার্থীর নাম ২৫ নভেম্বর ঘোষণা করা হবে।’

কাদের আরও বলেন, ‘এবার রাজনীতির বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। জনগণের কাছে যাদের জনপ্রিয়তা ও গুরুত্ব আছে, তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে।’

ফলে, চিত্রনায়িকা মাহিয়া মাহি যে আ.লীগের মনোনয়ন পাচ্ছেন না, এটা অনেকটাই অনুমেয়। এ ছাড়া, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক রুবেলসহ তারকা প্রার্থীদের স্থানে দলের তৃণমূলে পরীক্ষিত রাজনৈতিক নেতারা মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন বলেও দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে। 

এর আগে, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। ২০ নভেম্বর বিকেলে আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন মাহি নিজে। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

সুকান্ত/এনএইচ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়