ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিবের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ২০:১৩, ২৩ নভেম্বর ২০২৩
ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিবের বৈঠক

রুদ্ধদ্বার বৈঠক শেষে হাসি মুখে ছবি তোলেন ওবায়দুল কাদের ও সাকিব আল হাসান

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চান ক্রিকেটার সাকিব আল হাসান। এই অলরাউন্ডার সংগ্রহ করেছেন তিনটি আসনের মনোনয়ন। কিন্তু দলের টিকিট পাবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নৌকার মাঝি হতে বেশ দৌড়ঝাঁপ করছেন সাকিব আল হাসান।    

এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের রুমে ওই বৈঠক করেন তিনি। 

প্রায় আধা ঘণ্টা দরজা বন্ধ করে বৈঠক করেন ওবায়দুল কাদের ও সাকিব। কিন্তু বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কেউ কথা বলেননি। তবে দলের নেতাকর্মীদের ধারণা, দলের টিকিট নিশ্চিত করতেই ছুটে এসেছিলেন ক্রিকেটার সাকিব। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বেরিয়ে যান। 

উল্লেখ্য, সাকিব মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

ঢাকা/হাসান/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়