ঢাকা     শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

ঢাকা-১০ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:০১, ২৬ নভেম্বর ২০২৩
ঢাকা-১০ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস

ফাইল ছবি

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফেরদৌস।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের সময় এ কথা জানান আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নায়ক ফেরদৌস ঢাকা-১০ ও ঢাকা-১৮ দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। 

আরো পড়ুন:

চিত্রনায়ক ফেরদৌস বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। জনকল্যাণে মানুষের কাছে থেকে, পাশে থেকে যতটুকু সম্ভব আমি সবসময় করতে চাই। আমার দ্বারা যেন কারও কোনও ক্ষতি না হয়, উপকার করতে পারলে তো খুবই ভালো—এটা সবসময় মেনে চলি। রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবায় নিজেকে আরও ভালোভাবে নিয়োজিত করতে চাই।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে মনোযোগী চিত্রনায়ক ফেরদৌস। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় ব্যাপক সক্রিয় ছিলেন। কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন ফেরদৌস।

রাহাত/এনএইচ 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়