ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রমিক দলের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৫ জুন ২০২৪  
শ্রমিক দলের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী ২৯ জুন বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে। চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে সব বিভাগ, জেলা ও মহানগরে এ কর্মশালা করা হবে।

বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের সভায় কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আরও উপস্থিত ছিলেন—বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, সহ-শ্রম সম্পাদক হুমায়ন কবির খানসহ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতারা।

এমএ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়