ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার সাথে আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৪৯, ৯ জুলাই ২০২৫
শেখ হাসিনার সাথে আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অপরাধের সাথে জড়িত আওয়ামী লীগের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত।দলগতভাবে জড়িত থাকলে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”

“বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা এককভাবেই হাজার মানুষকে হত্যার জন্য দায়ী। নির্যাতন নিপীড়নের জন্য তিনি দায়ী। এই বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি ও তার সাথে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে।”

আরো পড়ুন:

বুধবার (৯ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের একজন নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের সময়ে হত্যা, নির্যাতন, গুম খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি।”

“যদি দেখা যায় দলগত হিসেবে জড়িত তাহলে অবশ্যই দল হিসেবে তাদের বিচার হবে বলে আমি মনে করি।”

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়