ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায় অস্বীকার করিনি, কিন্তু প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রশ্ন যুবদল সভাপতির 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১২ জুলাই ২০২৫   আপডেট: ১৯:০৫, ১২ জুলাই ২০২৫
দায় অস্বীকার করিনি, কিন্তু প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রশ্ন যুবদল সভাপতির 

পুরোনো ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া তিন আসামির নাম বাদ দিয়ে নতুন তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ সময় তিনি জানতে চান, কোনো ঘটনা ঘটলে তথ্যপ্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক বছরে হাজারো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কিন্তু প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে? 

শনিবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। 

আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করে বলেন, ‘‘আমরা জানতে চাই, কারা, কী উদ্দেশ্যে তিন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করল?’’

দুই দিন আগের ঘটনা কেন শুক্রবার প্রচার হলো, এর পেছনে কারা জড়িত, সেটিও খুঁজে বের করার দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে লাল চাঁদের বড় বোনের মেয়ে বীথি আক্তারের বরাত দিয়ে যুবদল সভাপতি বলেন, ‘‘পরিবার জানিয়েছে, তারা আসামি হিসেবে নাম দিয়েছে এমন তিনজনকে মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে, তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। এর কারণ বোধগম্য নয়।’’

একটি সুযোগসন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিলেকটিভ প্রতিবাদ করে বিএনপির বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘গতকাল খুলনায় যুবদলের বহিষ্কৃত একজন নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম বা জাতীয় গণমাধ্যমে এ নিয়ে কোনো প্রতিবাদ লক্ষ করা যাচ্ছে না। চাঁদপুরে খুতবা দেওয়ার সময় একজন ইমামের ওপর নারকীয় কায়দায় প্রাণনাশের লক্ষ্যে হামলা করা হয়েছে। রগ কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনৈতিক চর্চার এক অবিচ্ছেদ্য অংশ। গতকালের দুটো ঘটনায় তারা জড়িত ছিল।’’

বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। 

‘‘আমরা দায় অস্বীকার করিনি। কোনো ঘটনা ঘটলে তথ্য-প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। গতকাল ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। গত এক বছরের মধ্যে হাজারো নেতা-কর্মীকে বহিষ্কার করেছি। কিন্তু প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে?’’ জানতে চান যুবদল সভাপতি। 

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রথম সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/তারা//

সর্বশেষ

পাঠকপ্রিয়