দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্থ গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর, প্রেস ক্লাব, শিক্ষা ভবন, শহীদ মিনার রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘‘দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ছাত্রদলের নামে বিগত সময়ে গুপ্ত রাজনীতি করা কিছু সংগঠন অপপ্রচার করছে। আমার দীর্ঘদিন ধৈর্যের সঙ্গে সব কিছু দেখে আসছি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে, সেই বিচার এখনো হয়নি। সরকারের কাছে বলব, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টি করে যে সমস্যা করা হচ্ছে, তা সমাধান করুন। তা নাহলে কিন্তু মবের দায় আপনাদের নিতে হবে।’’
বিক্ষোভ মিছিলে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/রায়হান/বকুল