ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত ইস‌্যু‌তে বক্তব‌্য হেফাজ‌তের নয়, বাবুনগরীর ব্যক্তিগত: মামুনুল হক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪১, ১৩ অক্টোবর ২০২৫
জামায়াত ইস‌্যু‌তে বক্তব‌্য হেফাজ‌তের নয়, বাবুনগরীর ব্যক্তিগত: মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের সংবাদ সম্মেলন

জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানা‌নোসহ বিভিন্ন ধর্মীয় ইস‌্যু‌তে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে সংগঠ‌নের নয় বরং তার ব্যক্তিগত বক্তব‌্য বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংবাদ সম্মেলনে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এমন মন্তব‌্য ক‌রেন।

আরো পড়ুন:

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, পবিত্র কোরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন এবং ৫ মে–কে ‘শাপলা গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শুধু হেফাজতে ইসলামের আমির নন, তিনি দেশের বর্ষীয়ান ও শীর্ষ একজন আলেম উল্লেখ ক‌রে মাওলানা মামুনুল হক বলেন, “আলেমদের মুরব্বি হিসেবে তিনি ধর্মীয় দিক-নির্দেশনা দিয়ে থাকেন। বিভিন্ন ইসলামিক বিষয়ে তার পক্ষ থেকে যে মতামত ও বক্তব্য আসে, সেসব খুবই প্রয়োজনীয়। ইসলামবিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা ভুল মতবাদের খণ্ডন করে দেওয়া বক্তব্য শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত।”

কোনো সাংগঠনিক বক্তব্য থাকলে সেটি সাংগঠনিক ব্যানার থেকেই আসবে ব‌লেও জানান হেফাজতে ইসলামের এই যুগ্ম মহাসচিব।

মামুনুল হক ব‌লেন, “হেফাজতে ইসলাম সরাসরি কখনোই রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক তৎপরতার সঙ্গে জড়িত নয়; বিশেষ করে দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। সে হিসেবে নির্বাচনী তৎপরতা, কোনো জোট বা অ্যালায়েন্স করা হেফাজতের মৌলিক নীতিমালার পরিপন্থী।”

সেটি করার সুযোগ নেই ব‌লেও জানান সংগঠন‌টির এই শীর্ষ নেতা।

মামুনুল হক বলেন, “আইন নিজের হাতে তুলে নিয়ে মাজারে হামলা বা আক্রমণ করাকে হেফাজত সমর্থন করে না।”

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

এতে বলা হয়, কঠোর আইন না থাকার সুযোগে একের পর এক ধর্ম অবমাননার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, “কোনো অভিভাবক তার সন্তানকে নাচগান শেখানোর জন্য স্কুলে ভর্তি করে না। তাই গানবাজনার শিক্ষক নিয়োগের আইন প্রত্যাহার করতে হবে। স্কুলগুলোয় ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে।”

সংবাদ সম্মেলনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়