ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ নভেম্বর পল্টনে যৌথ সমাবেশ করবে ৮ দল

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:১১, ১০ নভেম্বর ২০২৫
১১ নভেম্বর পল্টনে যৌথ সমাবেশ করবে ৮ দল

রবিবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেন আট দলের নেতারা।

জুলাই সনদের আইনি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর সমাবেশ করবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার পল্টন মোড়ে বেলা ১১টা থেকে শুরু হবে এই সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সমাবেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি,  বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধানসহ আটদলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

১১ নভেম্বর সমাবেশ সফল করতে রবিবার (৯ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের এক প্রস্তুতি সভা হয়। দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনূস আহমদ এতে সভাপতিত্ব করেন।

এ সময় তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা যারা চব্বিশের জুলাইতে জীবনবাজী রেখে লড়াই করেছি তারা প্রয়োজনে আবারো রাজপথে গণজোয়ার তৈরি করবো।” 

তিনি আরো বলেন, “গত ২৫ অক্টোবর আন্দোলনরত আটদলের শীর্ষ নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছে। সেখানে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের দাবির গুরুত্ব অনুধাবন করে প্রধান উপদেষ্টা কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমাদেরকে হতাশ হতে হয়েছে। তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি মাঠে প্রতিফলিত হবে।”

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়