ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৯, ৭ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই জোট ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জোটের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘২৪-এর পরে গত দেড় বছরে আমাদের অনেক জায়গায় হতাশা রয়েছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানা শক্তি নানাভাবে সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এ অবস্থায় সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে।’’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘‘এটা কেবল নির্বাচনী জোট না, এটা রাজনীতিক জোটও। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও অনেকগুলো রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে, এক মার্কায় নির্বাচন করব।’’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘‘কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে, কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে, তারা সফল হবে না।’’

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘‘অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। তরুণদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। এ অবস্থায় আজকে একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য আমরা এসেছি।’’

‘‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে আমরা তিন দল হাতে হাত মিলিয়েছি,’’ বলেন তিনি। 

পুরোনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো যায়নি। নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, ‘‘আমরা তিনটা দল নিয়ে যাত্রা শুরু করেছি, তবে আমরা মনে করি না শুধু এই তিনটা দলই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে।’’

চব্বিশের অভ্যুত্থান টিকবে কিনা তা সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো তার ওপর নির্ভর করছে বলেও জানান রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি।

জোট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রমুখ।

ঢাকা/রায়হান//

সর্বশেষ

পাঠকপ্রিয়