ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশজুড়ে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১০, ১৩ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে বিএনপির মিছিল

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর—

কিশোরগঞ্জ
রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় হাদির ওপর দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে জেলা শহরের রথখোলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

সাভার
হাদিকে গুলির প্রতিবাদে সাভারের ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ধামরাই পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রাঙামাটি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা বিএনপি। শনিবার শহরের কাঁঠালতলী বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বনরূপা বাজারে ঘুরে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিরাজগঞ্জ
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে এসে শেষ হয়।

ফরিদপুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা বিএনপি। শনিবার ফরিদপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

ঢাকা/রুম্মন/সাব্বির/শংকড়/রাসেল/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়