ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর

তারেক রহমানের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সৌজন্য সাক্ষাৎ

বি‌শেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৪ জানুয়ারি ২০২৬  
তারেক রহমানের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সৌজন্য সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান। 

র‌বিবার (৪ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই‌য়ে স্বাক্ষর শে‌ষে সাইফুল হকের নেতৃ‌ত্বে দ‌লের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় তারা তারেক রহমান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জা‌নি‌য়ে দেশের সামগ্রিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন।

এ সময় তারেক রহমান দেশে বিভক্তি ও বিভাজনের রাজনীতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিভাজনের সংস্কৃতি এড়িয়ে চলতে হবে। তা না হলে আমাদের বিপুল সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।’’

তিনি জাতীয় ঐক্য ও সংহতি জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। 

ঢাকা/নঈমুদ্দীন//

সর্বশেষ

পাঠকপ্রিয়