ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের মন জয় করেছিলেন খালেদা জিয়া: দুদু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২৭, ৫ জানুয়ারি ২০২৬
মানুষের মন জয় করেছিলেন খালেদা জিয়া: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,“সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের মন জয় করেছিলেন। তার রাজনৈতিক পথ অনুসরণ মানেই গণতন্ত্রের পথ অনুসরণ করা। দেশকে রক্ষা করতে হলে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি শান্তি চায়। দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।”

তিনি বলেন, “বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকায় তারেক রহমান এসেছেন। বেগম খালেদা জিয়া তাকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলেছেন।”

ধানের শীষের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, “মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে রয়েছে।”

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়