ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান-জোনায়েদ সাকি বৈঠক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৯, ৫ জানুয়ারি ২০২৬
তারেক রহমান-জোনায়েদ সাকি বৈঠক

তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জোনায়েদ সাকি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বৈঠকে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান গণসংহতি আন্দোলনের নেতারা। পাশাপাশি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এদিকে, একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারাও সাক্ষাৎ করেছেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাম গণতান্ত্রিক জোটের নেতারা সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়