ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাদের সিদ্দিকীর ২০ দিন

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাদের সিদ্দিকীর ২০ দিন

মতিঝিলে অবস্থান কর্মসূচি পালনরত বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (ছবি : কামাল মোশারেফ)

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির ২০তম দিন আজ সোমবার। ব্যস্ততম মতিঝিলে ২০ দিন  অতিবাহিত করলেও তার দাবির প্রতি কারো দৃষ্টি এখনো পড়েনি।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার এবং প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নেওয়ার দাবিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী গত ২৮ জানুয়ারি থেকে তিনি এ কর্মসূচি পালন করছেন।

 

এরই মধ্যে রাজপথে অবস্থান কর্মসূচিতে পুলিশি হয়রানির প্রতিকার চাইতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে গিয়েছিলেন কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী। কিন্তু প্রধানমন্ত্রীর সাক্ষাত না পেয়ে তিনি ফিরে আসেন। এরপর শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাত করতে এসে অনুমতি না পেয়ে ফিরে যান তিনি।

 

রোববার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, রাজধানীর ৮১ মতিঝিল ব্যাণিজিক এলাকায় বাংলার বাণী ভবনের নিচে ছামিয়ানা টানিয়ে ফটুপাতের ওপর বিছানো মাদুরের ওপরে শুয়ে, আবার কখনো বসে সময় কাটাচ্ছেন কাদের সিদ্দিকী। সকাল, দুপুর এবং রাতের খাবার সেখানে বসেই খাচ্ছেন। সাধারণ মানুষ এই খাবার সরবারহ করেন বলে দাবি দলীয় কর্মীদের। তবে এরই মধ্যে আবার তিনি পত্রিকায় কলামও লিখছেন সেখানে বসে।

 

দিন-রাত দলীয় সমর্থক, সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন কাদের সিদ্দিকী। তার সামনে রাস্তার ওপরে রাখা এক-দেড়শ’চেয়ারে বসে আছেন দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। ওই এলাকা দিয়ে অতিক্রমকালে পথচারীরা একবার হলেও উঁকি দিচ্ছেন। কেউ বা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যাচ্ছেন, কেউ বা তার মোবাইল ফোনে ছবি তুলে নিচ্ছেন।

 

কাদের সিদ্দিকীর অবস্থান স্থলের ব্যানারে লেখা রয়েছে ‘মাননীয় বেগম খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করুন, মানুষ বাঁচান।’ অন্যপাশে লেখা রয়েছে- ‘মাননীয় প্রধানমন্ত্রী আলোচনায় বসুন, দেশ বাঁচান।’

 

কাদের সিদ্দিকী যেখানে বসেছেন, তার সামনে একটি টুল রাখা হয়েছে। টুলের ওপর রাখা আছে পানির বোতল। তার সামনে দুটি কার্টন রাখা হয়েছে। যিনি তার কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন তিনি স্বাক্ষর করছেন।

 

কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার রাইজিংবিডিকে বলেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের দাবি না মানা পর্য্ন্ত কর্মসূচি চালিয়ে যাবো।’

 

তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনের সঙ্গে রয়েছে। মানুষ শান্তিতে থাকতে চায়। তারা হানাহানি-হত্যার রাজনীতি চান না।

 

গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার কাদের সিদ্দিকীসহ দলের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য গেলে দুপুর সোয়া ১ টার দিকে পুলিশ এসে অবস্থান কর্মসূচির অস্থায়ী মঞ্চ ভেঙে দিয়ে ব্যানার-ফেস্টুনগুলো নিয়ে যায়। নামাজ শেষে কর্মসূচিস্থলে ফিরে মঞ্চ না পেয়ে ফুটপাতে মাদুর বিছিয়ে বসে পড়েন তিনি। সেই থেকে তিনি ফুটপাতে অবস্থান করছেন এবং রাতও যাপন করছেন সেখানে।

 

এরআগে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মতিঝিল থানা পুলিশ কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে ছয় জনকে আটক করে পরদিন শুক্রবার আদালতে চালান দেয়। ৮ ফেব্রুয়ারি আদালত থেকে তারা জামিন লাভ করে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৫/কামাল/সন্তোষ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়