ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আখের সঙ্গে লাউ চাষে লাভবান কৃষক রশিদ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৫ জানুয়ারি ২০২৫  
আখের সঙ্গে লাউ চাষে লাভবান কৃষক রশিদ

মিশ্র পদ্ধতিতে আখ ও লাউ চাষ হয়েছে বাহুবল উপজেলার কামারগাঁও গ্রামে

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর কৃষি ব্লকের আওতাধীন জমিতে আখের সঙ্গে লাউ চাষ করেছেন কৃষক আব্দুর রশিদ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফসল চাষ করে সফলতা পেয়েছেন তিনি।

জমিতে ৯ থেকে ১০ হাজার টাক বিনিয়োগ করা আব্দুর রশিদ লাউ বিক্রি করে ২০ হাজার টাকা পেয়েছেন। তার আশা, আড়াই মাস পর আখ বিক্রি শুরু হলে ৮০ হাজার টাকার মতো পাবেন তিনি।

আরো পড়ুন:

উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে কৃষক আব্দুর রশিদ। তিনি প্রায় ৩০ শতক জমিতে প্রথমে উন্নতজাতের আখ চাষ করেন। পরে মাচা তৈরি করে আখ গাছের ফাঁকে ফাঁকে লাউয়ের চারা রোপণ করেন। শ্রমিকদের মাধ্যমে ক্ষেতের পরিচর্যা করান তিনি। মাঝে মধ্যে তিনিও কাজ করেন। কিছুদিনের মধ্যে গাছে লাউ আসে। লাউ বিক্রি চলছে। আগামী আড়াই মাসের মধ্যে ক্ষেত থেকে আখ সংগ্রহ করে বিক্রি করবেন এই কৃষক।

কৃষক আব্দুর রশিদ জানান, আগে জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করছিলেন তিনি। ভালো ফলন পাচ্ছিলেন না। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শে তিনি প্রথমে আখ চাষ করেন। পরে চাষ করেন লাউ। উৎপাদিত লাউ বিক্রি করে প্রায় ২০ হাজার টাকা পেয়েছেন। তার আশা, আখ বিক্রি থেকে আরো ৮০ হাজার টাকার মতো পাবেন। মিশ্র পদ্ধতিতে ফসল চাষে তার প্রায় ৯ থেকে ১০  হাজার টাকা খরচ হয়েছে। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিশ্র ফসল চাষে কৃষক আব্দুর রশিদকে পরামর্শ দিয়েছিলাম। তিনি জমি আবাদ করে আখ ও লাউ চাষ করেন। এসব ফসল চাষে তিনি ভালো ফলন পেয়েছেন। তার ন্যায় এলাকার অন্যান্য কৃষকরাও মিশ্র ফসল চাষে আগ্রহী হয়েছেন।”

ঢাকা/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়