ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুখে ক্যান্সারের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হোন

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:১১, ২০ জানুয়ারি ২০২৬
মুখে ক্যান্সারের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হোন

ছবি: প্রতীকী

মুখে ক্যান্সার বাসা বাঁধলে তার উপসর্গ ঠোঁট ও জিহ্বায় নানা সমস্যা দেখা দেয়। এক বা একাধিক উপসর্গ দুই বা তিন সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী হলে অবশ্যই বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ করা জরুরি। চলুন লক্ষণগুলো জেনে নেওয়া যাক। 

১. মুখের ঘা ২-৩ সপ্তাহের বেশি স্থায়ী হয় বা ঘা বার-বার ফিরে আসে। 

আরো পড়ুন:

২. মুখের অভ্যন্তরে সাদা বা লাল দাগ দেখা দেয়। সাদা দাগকে লিউকোপ্লাকিয়া, লাল দাগকে এরিথ্রোপ্লাকিয়া বলে — এগুলো ক্যান্সারের পূর্ব-অবস্থা বা লক্ষণ হতে পারে। 

৩.  মুখ বা গলার টিস্যুতে ফোলাভাব দেখা দিতে পারে। ঠোঁট, জিহ্বা, গাল বা মুখের ভেতরে ফুলতে পারে।

৪. দাঁতে ব্যথা, ইনফেকশন দেখা দিতে পারে। 

৫. গিলতে বা কথা বলতে অসুবিধা দেখা দিতে পারে। মুখের ক্যান্সার- টিস্যু এগুলোকে প্রভাবিত করলে এই সমস্যা দেখা দিতে পারে। 

৬. অনিয়মিত রক্তপাত, অসাড়তা বা মুখে ব্যথা হতে পারে। যা মুখের ক্যান্সারের লক্ষণ। 

৭. চোয়ালের ফোলাভাব জানান দেয় যে, ক্যান্সার ছড়িয়ে পড়েছে। 

৮. রোগ ছড়িয়ে গেলে কণ্ঠস্বর বদলে যেতে পারে। 

সতর্কতা: এই লক্ষণগুলো অনেক এবং অন্য সাধারণ কারণেও পেতে পারে। এর মানে সরাসরি ক্যান্সার হচ্ছে এমন নয়, তবে ২-৩ সপ্তাহের বেশি স্থায়ী হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়