ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রংপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৪ জানুয়ারি ২০২১  
রংপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রংপুরে ১৩ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় প্রদান করেন। 

রায় ঘোষণার সময় আসামি আইনুল হক আদালতে উপস্থিত ছিলেন।  ঘটনার দীর্ঘ এক যুগ পর এই ধর্ষণ মামলার রায়টি এলো।

মামলা সূত্রে জানা যায়, রংপুর নগরীর মধ্য বিন্নটারী এলাকায় ২০০৯ সালের ১০ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ১৩ বছর বয়সী এই মেয়ে শিশুটিকে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে আশে পাশের লোকজন এসে আইনুলকে আটক করে। কিন্তু তার স্বজনরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় শিশুটির বাবা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। 

মামলায় বাদী পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। 

সরকার পক্ষের আইনজীবী রফিক হাসনাইন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

রংপুর/নজরুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়