ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সমুদ্র সৈকতে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর বালি ভাস্কর্য

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:১০, ১৫ ডিসেম্বর ২০২০

কক্সবাজারে সমুদ্র সৈকতে তৈরি করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বালি ভাস্কর্য। এই প্রথম সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানো হচ্ছে।

সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসন এ ভাস্কর্য নির্মাণ করছে। এতে সহযোগিতা করছে ব্র্যান্ডিং কক্সবাজার।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে বিশাল বালিয়াড়ি। এই বালিয়াড়িতে আঙুল উঁচিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পাশে লেখা আছে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দিন-রাত বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের ১০ শিক্ষার্থী। তারা ১০ ফুট উচ্চতার একটি আবক্ষ ফ্রি-স্ট্যান্ডিং ভাস্কর্য এবং ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত আরেকটি রিলিপ ভাস্কর্য নির্মাণ করছেন। যা বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ বঙ্গবন্ধুর বালি ভাস্কর্য।

ভাস্কর্য শিল্পীরা জানান, মৌলবাদীদের ন্যক্কারজনক আচরণের প্রতিবাদে তারা শিল্পকর্ম উপস্থাপন করবেন। এতে তারা আনন্দবোধ করছেন।

ভাস্কর কামরুল হাসান শিপন বলেন, ‘কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। সেখানে যার ভাস্কর্য আমরা বানাচ্ছি, তিনি আমাদের কাছে পৃথিবীর সর্ববৃহৎ নেতা। বৃহৎ জায়গায় বৃহত্তর মানুষকে দেখাতে চাই। বাংলাদেশে যত বালি ভাস্কর্য নির্মাণ হয়েছে, তার মধ্যেই এটাই সবচেয়ে বড়।’

আর কেউ যাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার ধৃষ্টতা না দেখায়, সেজন‌্য এ ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে।

ব্র‌্যান্ডিং কক্সবাজারের সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘ডিসেম্বর বিজয়ের মাস, উৎসবের মাস। সারা বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসবেন কক্সবাজারে। সেসব পর্যটক এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখবে।’

ভাস্কর্য নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে জেলা প্রশাসক বলেছেন, ‘জাতির পিতার ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধুর বালি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এটাই আমাদের বড় প্রতিবাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে থাকবে। আমরা আমাদের কক্সবাজারের দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকতে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ করে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে চাই। সবাইকে জানিয়ে দিতে চাই, এ ধরনের ভাস্কর্য আরও হবে।’

উল্লেখ্য, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর বালি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। আগামীকাল ১৬ ডিসেম্বর সকালে মানববন্ধন, নীরবতা পালনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য ভাস্কর্য দুটি উন্মুক্ত করা হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তা প্রদর্শন করা হবে।’

কক্সবাজার/রুবেল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়